টাঙ্গাইলে জনপ্রিয় ‘ভাদাইমার কৌতুক’-এর পরিচালক মোতালেব হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত মোতালেব টাঙ্গাইল সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, মোতালেব কৌতুক ও অশ্লীল টিকটক করতেন। রাত সাড়ে ১১টার দিকে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে ১০-১৫ জন অস্ত্রধারী মোটরসাইকেলটির গতি রোধ করে। এ সময় মোতালেব দৌড়ে পাশের একটি কচু খেতে পড়ে গেলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা চলে যায়।