
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষক নিহতের ঘটনায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত শিক্ষকের নাম সেলিম হোসেন। তিনি গত ৪ আগস্ট মারা যান। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।
আজ শুক্রবার নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। মামলায় হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওয়ালিউল্ল্যাহ মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের ২ জন সাবেক সংসদ সদস্য, ৫ জন উপজেলা চেয়ারম্যান, ২ জন মেয়র, বগুড়া পৌরসভার ৮ জন কাউন্সিলর, ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২৫ জনপ্রতিনিধি আছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩৫০ জনকে মামলার আসামি করা হয়েছে।