ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে চলতি মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে।
এদিকে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলোতে একটি বিষয় ব্যাপকভাবে প্রচার শুরু হয়। এসব পোস্টে দাবি করা হয়, পাকিস্তান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে।
অর্থাৎ ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশিরা। তবে এই দাবি মিথ্যা। পাকিস্তান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটিতে ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা দেয়নি।