কিশোর গ্যাং মাদকের টাকার জন্য ছিনতাইয়ের উদ্দেশ্য ছুড়িআঘাতে ১০ম শ্রেণির স্কুল ছাত্রকে হত্যা চেষ্টা

লিড নিউজ

আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড তাঁজপুর এলাকায় কিশোর গ্যাং মাদকের টাকার জন্য ছিনতাইয়ের উদ্দেশ্য ছুড়িআঘাতে ১০ম শ্রেণির স্কুল ছাত্রকে হত্যা চেষ্টায় মারাত্মক গুরুতর আহত।

গত ২২ শে নভেম্বর ২০২৪ রাত অনুমান ৮ ঘটিকায় সময় আশুলিয়া থানাধীন তাঁজপুর ঠাণ্ডির বিচরা এলাকায় বিবাদী মাদকাসক্ত কিশোর গ্যাংরা ছিনতাইয়ের উদ্দেশ্যে অজ্ঞাতনামা লোকজন নিয়ে অতর্কিতভাবে কারীমা গোল্ডেন পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ ছেলের ছাত্র মোঃকাইয়ুমের উপর হামলা চালায়।

বিবাদী আসামীদের নামঃ
১,তানজিল(১৮)পিতাঃবাচ্চু মিয়া,সাং – তাজপুর।
২,জিহাদ(১৮)পিতাঃজলিল সাং -তাজপুর।
৩,সিফাত (১৭) পিতাঃখোকন সাং- তাজপুর।
৪,নাফিজ (১৯) পিতাঃসিরাজ সাং-তাজপুর।
অজ্ঞাত আরও ৫-৬ জন।

উল্লেখিত বিবাদীগণ তাহার সহযোগী অজ্ঞাতনামা আসামিদের নিয়ে হামলার সময় ব্যবহৃত মোবাইল ফোন ও টাকা পয়সা চাইলে তা দিতে অস্বীকার করায় ১ নং বিবাদীর হাতে থাকা চাকু দ্বারা মাথায় কূপ মারিলে এবং ধস্তাধস্তির সময় সরে গেলে বাম চোখের ভ্রুর উপর চাকুর আঘাত লাগিয়া কাটা রক্তাক্ত জখম প্রাপ্ত হয়,তখন বিবাদীগন এলোপাতারি ভাবে লাথি কিল ঘুষি মারিতে থাকে।

তখন ডাক চিৎকার করিলে এলাকার আশেপাশের লোকজন আগিয়া আসিতে থাকে এবং সকল বিবাদীগণ প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল হতে চলিয়া যায়,পরবর্তীতে আবার রাত অনুমান ০৮,৩০ ঘটিকার সময় সকল বিবাদীগণ দেশি অস্ত্র সস্ত্র সজ্জিত হইয়া অনধিকার ভাবে বাড়িতে আসিয়া অতর্কিতভাবে আবার হামলা চালায় তখন আবার ডাক চিৎকারে এলাকার আশেপাশের লোকজন এগিয়ে আসলে লিখিত সকল বিবাদীগণ এবং বাদী পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল হইতে দ্রুত চলিয়া যায়।
তারপর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এবং গুরুতর ভয়াবহ অবস্থা ৫ টি সেলাই দেওয়�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *