টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের সমন্বয়ে নভেম্বর /২০২৪ খ্রিঃ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা, পুলিশ সুপার, টাঙ্গাইল। নভেম্বর/২০২৪ মাসের মাসিক কল্যাণ সভায় জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে অক্টোবর/২০২৪ মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন ও সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে তরান্বিত করার সহ পিআরএল গমনকারী পুলিশ সদস্যদের উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এছাড়াও তিনি জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা ও সরকারি মালামাল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, বিদ্যুৎ ও সরকারি যানবাহন, জ্বালানির যথাযথ ব্যবহার ও অপচয় রোধ করা জন্য সকল পুলিশ সদস্যদের দিক-নিদের্শনা প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকা সহ জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন করা নির্দেশনা প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।