আশুলিয়ায় ইয়ার হোসেন গ্যাং এর ৮ জন আটক।

লিড নিউজ

স্টাফ রিপোটার
মো: বাবুল হোসেন

ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া রূপায়ণ এলাকা থেকে ইয়ার হোসেন কিশোর গ্যাং এর ৮ জন কে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

এলাকাবাসী জানায় তারা প্রতিনিয়ত ছিনতাই চাঁদাবাজি ইভটিজিং গার্মেন্টস শ্রমিকের উপর হামলা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধে জড়িত গত ৪ ডিসেম্বর চাঁদা না দেওয়ায় আশুলিয়ার জামগড়া রূপায়ন এলাকার নেট এবং ডিস লাইন এর ক্যাবল কর্তন করে এই ইয়ার হোসেন গ্যাং।

ঘটনাস্থল থেকে জানা যায় ডিস লাইনের যিনি মালিক রয়েছেন রবিন ও আলামিনের কাছে তারা ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা কোনভাবেই ডিস নেট ব্যবসা পরিচালনা করতে পারবেনা বলে হুমকি প্রদান করেন ইয়ার হোসেন গ্যাং এর লিডার ইয়ার হোসেন।

মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাদের প্রায় আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার ডিস ও নেটের ফাইবার ক্যাবেল ৫০ থেকে ৬০ জনের একটি গ্যাং হামলা করে কেটে ফেলেন।

এই ঘটনার ভিত্তিতে আশুলিয়া থানার একাধিক চৌকশ টিম অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ০৬/১২/২০২৪ইং তারিখে আশুলিয়ার জামগড়া রূপায়ণ এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইয়ার হোসেন গ্যাং এর সদস্য ১.মোঃ সোহাগ আলী (২২) পিতা মোঃ আমজাদ আলী ২.মোঃ সাকিব ওরফে বাবু ওরফে সুজন (১৯) পিতা হাশেম ৩.মোঃ সবুজ (২০) পিতা হাশেম ৪.মোহাম্মদ শাহিন(২৫) পিতা আদম আলী ৫.মোঃ মমিন হোসেন (১৯) পিতা আলী হোসেন ৬. শামীম হোসেন (২৪) পিতা মৃত বাদশা ৭. আরিফুল ইসলাম (২৭) পিতা আলম মিয়া ৮.সুজন মিয়া (২২) পিতা ইউসুফ আলী কে আটক করে।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ মাদক সেবন এর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

তবে ইয়ার হোসেন গ্যাং এর লিডার ইয়ার হোসেন কে ধরতে ব্যর্থ হয় পুলিশ উক্ত ঘটনায় ইয়ার হোসেন সহ জড়িত সকল কে গ্রেফতার এর জন্�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *