আশুলিয়ায় ইন্টারনেটের তার কেটে অর্ধ লক্ষ টাকা ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকি।

লিড নিউজ

আশুলিয়ায় ইন্টারনেটের তার কেটে অর্ধ লক্ষ টাকা ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকি।

স্টাফ রিপোর্টার
আশুলিয়া
মো: বাবুল হোসেন

গত ০৮ ই ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ০৫:৩০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়নের ২ নং ওয়াড ধনাইদ এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী ইমরান তালুকদারের তার কেটে রাস্তায় ফেলে রাখে।

বিবাদী আসামীঃ
১,মোঃ সাব্বির হোসেন(২৮) পিতাঃমৃত সোহরাব হোসেন।
২, মোঃসুজন হোসেন (২০) পিতাঃ অজ্ঞাত,উভয় সাংঃধনাইদ ইউসুফ মাকেট থানাঃআশুলিয়া জেলাঃঢাকা।

আমি গত অনুমান এক বছর যাবত আশুলিয়া থানাধীন ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় ইন্টারনেটের ব্যবসা করিয়া আসিতেছি উক্ত বিবাদীগণ গত তিন মাস যাবত পূর্ব শত্রুতার এবং ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়া আমার সাথে বিরোধ সৃষ্টি করিয়া আসিতেছে।

পূর্ব শত্রুতার জের ধরিয়া উক্ত বিবাদীগণ সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা বিবাদীগণ আশুলিয়া থানাধীন ইউসুফ মার্কেট থেকে ধনাইদ জামে মসজিদ পর্যন্ত আমার ইন্টারনেটের মোট ২৫০০ মিটার তার কেটে মোট ৪৫ হাজার টাকার ক্ষতি সাধন করে ওই সময় আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার ইন্টারনেটের তারকাটার বিষয়ে জিজ্ঞাসা করিলে উক্ত বিবাদীগন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে এগিয়ে আসে এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদান করে উক্ত বিবাদী সহ তাহাদের সহযোগী অজ্ঞতা নামা বিবাদিগণ খারাপ প্রকৃতির যেকোনো সময় আমাকে হয়রানি সহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে।

উক্ত বিষয়ে থানায় অভিযোগ করিলে এএসআই আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরবর্তীতে ঘটনা সত্যতা যাচাই করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *