
সবজি বাহী পিকআপে ৫০৫(পাঁচশত পাঁচ) বোতল ফেনসিডিল সহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সোমবার বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলায় রংপুর টু ঢাকা গামী মহাসরকের পূর্ব প্বার্শে চেকপোস্ট বসিয়ে সকল ধরনের পরিবহনে অভিযান পরিচালনা করে সবজিবাহী পিকআপ ট্রাকে
বিশেষ কায়দায় রক্ষিত ৫০৫(পাঁচশত পাঁচ) বোতল ফেনসিডিল ও ১টি পিকআপ সহ (১)মো: বাবু মিয়া(২৮), পিতা-মো: শুকুর আলী, থানা-নীলফামারী, জেলা-নীলফামারী (২) আহাদ হোসেন মাহিম(২১), পিতা-মো: দেলোয়ার হোসেন, থানা-সাভারকে গ্রেফতার করা গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া জেলার শিবগঞ্জ থানায়
মাদক মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।