
ভূয়াপুর চর গাবসাড়া মৌজায় জোরপূর্ব জমি দখলের পাঁয়তারা করছেন বায়ের বাসালিয়া গ্রামে আনোয়ার তালুকদার,মিজান মিয়া ,সাজুসহ আরো অনেকেই।
জানায়ায় , টাঙ্গাইলে ভূয়াপুরে চর গাবসাড়া মৌজায় এলাকায় এস এ রেকর্ড অনুযায়ী 97 শতাংশ পৈতিক ওয়ারিশ সূত্রে খালেদ সরকার, বাদশা মিয়া, রোকেয়া বেগম,সাজেদা বেগম প্রাপ্ত হয়ে বর্তমানে খারিজ খাজনা পরিশোধ করে জমিতে ভুট্টা, মুশুর কালাই, রাঁধুনি সজ,বাদাম, খেসারী কালাই চাষাবাদ করছেন। কয়েক বছর যাবত বিবাদী আনোয়ার তালুকদার গং অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা করে আসছে। বিবাদীগন বিভিন্নভাবে ভয়- ভীতি ও হুমকি প্রদান করে আসছেন ।
এ জমি বিষয় সংক্রান্ত নিয়ে অনেক বার সালিশী বৈঠক হয়েছে। কিন্তু এলাকার চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তির কথা তোয়াক্কা না করেই জোরপূর্বক ভূমি দখলের পাঁয়তারা করে আসছে বিবাদীগন। এ জমি বিষয় নিয়ে খালেদ সরকার জেলা প্রশাসক ও মানবাধিকার সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 2023 ইং সালে সুস্পষ্ট ভাবে বলা আছে ভূমি নিয়ে বিরাজমান বিভিন্ন অপরাধ যেমন অবৈধ দখল, জালিয়াতি এবং অন্যান্য অসদুপায় ব্যবহার রোধ করা এবং এ ধরনের অপরাধের সুষ্ঠু প্রতিকার নিশ্চিত করা এবং এই অবৈধ দখলের জন্য তাকে এই আইনের ধারা ৭ অনুযায়ী শাস্তি হিসেবে অনধিক ২ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে।
এদিকে বিবাদী আনোয়ার বলেন, চরগাবসা মৌজায় জমি তার বাবা ক্রয়-কৃত সম্পত্তি তিনি পৈত্রিক ওয়ারিশ সূত্রে পেয়েছেন।
বাদীগনদের দাবি সকল কাগজপত্র দেখে বিবাদীগন দের বিরুদ্ধে দূত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।