টাঙ্গাইল সদরের অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে এক লক্ষ টাকা জরিমানা সহ ৭ দিনের কারাদণ্ড।

লিড নিউজ

টাঙ্গাইল সদরের অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে এক লক্ষ টাকা জরিমানা সহ ৭ দিনের কারাদণ্ড।

টাঙ্গাইল জেলা প্রশাসক সদয় নিদর্শনায় রবিবার ২৫ মে বিকেলে টাঙ্গাইল সদর দাইন্যা ইউনিয়নে শ্যামার ঘাট এবং কাতুলি ইউনিয়নে চারাবাড়ী ঘাট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় এ সময় নদী হতে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে ০২ জন আসামিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মকবুল হোসেন।

আসামীদ্বয় হলেন দাইন্যা ইউনিয়নের ফতেপুর গ্রামে বুদ্ধু মিয়া ছেলে মোঃ জহুরুল ইসলাম এবং নুরুল ইসলামের ছেলে আব্দুল মান্নান তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন সহ ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রয় করে আসছে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মকবুল হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে এবং অবৈধভাবে জমি দখলের রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *