বগুড়ায় র‍্যাব,১২,এর অভিযানে ২২ কেজি গাঁজা ও ট্রাক সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লিড নিউজ

বগুড়ায় র‍্যাব,১২,এর অভিযানে ২২ কেজি গাঁজা ও ট্রাক সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া র‌্যাব-১২, ‌এর একটি টিম বগুড়া জেলার শিবগঞ্জ থানার দেউলি ইউনিয়নের হাজী পাড়া এলাকায় ২৩ ই জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক,৯.১০মিনিটে লালমনিরহাট হতে ঢাকা গামী , একটি কার্গো ট্রাকে সিগন্যাল দিয়ে উক্ত গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজা ও ১৬৬০০, কেজি ভুট্টা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে রর‍্যাব,১২বগুড়া
গ্রেফতারকৃত আসামিরা হলেন,১,মোঃ শফিকুল ইসলাম (৩৮), পিতা মোঃ তোতা মিয়া,২,মোঃ আসাদুল ইসলাম (৩৭), পিতা মৃত, আমির আলী, উভয়ের থানা আদিতমারি, জেলা-লালমনিরহাট ।
আটককৃত আসামিদের কে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বলে জানিয়েছেন র‍্যাব,১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *